অবধূতের সঙ্গে জীবনের বিভিন্ন সময় ভারতীয় এবং বিশ্বব্যাপী সিনেমার এক যুগান্তকারী ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের নানা সময়ে টেলিফোনে কথা, ব্যক্তিগত ভাবে বাড়িতে দেখা হওয়া, হীরক রাজার দেশে ছবিটি মুক্তির পরে তা নিয়ে কথা হওয়া এবং চিঠিপত্র বিনিময় হয়। তাঁর অসুস্থতার সময়ও তাঁর হয়ে রমেশ সেন উত্তর দিতেন। আজ তাঁর জয়ন্তীতে সেই বিখ্যাত লেখক, অস্কারজয়ী চলচিত্র পরিচালক এবং সবদিকে গুণী মানুষটিকে অবধূতের সঙ্গে অবধূতের সাধকদেরও শ্রদ্ধার্ঘ্য।
সালটা ১৯৮৮, এক অত্যন্ত গুণী শিল্পী দেহত্যাগ করলেন। তিনি হলেন সন্তোষ দত্ত। এর পরই সত্যজিৎ বাবুকে অবধূত এক ব্যক্তিগত চিঠিতে লেখেন এর পর জটায়ুর ভূমিকায় কে অভিনয় করবেন তাঁর পরবর্তী ফেলুদা ছবিতে।
সত্যজিৎ বাবু উত্তরে লেখেন সন্তোষ দত্ত চলে যাবার পর তাঁর পক্ষে আর ফেলুদা ছবি করা সম্ভব নয়।
সত্যজিৎ রায়ের সেই চিঠিটি এখানে দেওয়া হলো।