top of page

তরুলতারে বাঁধা প্রাণ - সদগুরু

সদগুরুর লেখা একটি ভাওইয়া গানে বলছেন, সন্ধ্যার হালকা বাতাসে যে সুর ভেসে আসে, সে বাঁশির নয়, কারো হৃদয়-চেতনার ডাক। যে প্রেম প্রকৃতির মতো আসে, সে কখনও স্থির থাকে না, সে বয়ে চলে ধানক্ষেত পেরিয়ে মনপুকুরে।

ভাওইয়া গান । উত্তরবঙ্গ । ডিসেম্বর ৩ ১ , ১ ৯ ৮ ৩


একটি ভাওইয়া গান

(রাগ ও সুরঃ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওইয়া সুরে)



চাঁদের আলো হেঁটে যায়, নদী পেরোই সই,

তুই যে ছিলি বাঁশবনে, বুনো ফুলের মোহ।

চোখে চোখে বার্তা দিলি, মুখে বলিস নাই,

হৃদয় জুড়ে বাজে এখন, বাঁশির সেই সুর তাই।


ধ্রুপদ:তুই যে তরুলতারে বাঁধা প্রাণ,

দেখা দিলি হঠাৎ সন্ধ্যায় জানে না কা'জনে।

সেই তো দেখা, সেই তো কথা,

তাইতো হারায় মন জোনাকির বাজনায়।


ধানের ছায়ায় ঝিমায়ে পড়ি, মেঘে ঢাকে রোদ,

তোর স্মৃতিটুকু পাখির পাখায়, হাওয়ায় ফেরে সদা।

চুপি চুপি হাঁটিস যেমন, শিশিরে ভেজা মাঠে,

তেমনি করে এ মন আমার, খোঁজে তোরই পথে।


ধ্রুপদ (পুনরাবৃত্তি):তুই যে তরুলতারে বাঁধা প্রাণ,

দেখা দিলি হঠাৎ সন্ধ্যায় জানে না কা'জনে।

সেই তো দেখা, সেই তো কথা,

তাইতো হারায় মন জোনাকির বাজনায়।


আঁধার রাতে কান্না পেলে, বাজে বাঁশির টান,

তুই কি তখন ঘুমিয়ে থাকিস, না আমায় ডাকিস প্রাণ?

ভোরের কুয়াশা জানে তোর কথা,

পূবালী বাতাস গায়,

মন যদি পথ ভুলে যায়, তোরই খোঁজে চায়।


সমাপ্তি ধ্রুপদ (শেষবার):তুই যে তরুলতারে বাঁধা প্রাণ,

দেখা দিলি হঠাৎ সন্ধ্যায় জানে না কা'জনে।

সেই তো দেখা, সেই তো কথা,

তাইতো হারায় মন জোনাকির বাজনায়।





Subscribe to our newsletter • Don’t miss out!

Meditate at the beach

Share this Page

bottom of page