শীতের দিনে
বাংলার শীতকাল, মিষ্টি রোদ,
দিগন্ত জুড়ে কুয়াশার চাদর,
ভোরের হাওয়ায় শিউলির গন্ধ,
ধানের খেতে নতুন কুড়ির আদর।
পালকির মতো মেঘের ভেলা,
নীল আকাশের বুকের কোলে,
মাঠে মাঠে সর্ষে ফুলের হাসি,
সবুজের মাঝে সোনার রং ঢলে।
শিশির বিন্দু বনবীথিকায়,
পাতায় পাতায় ঝিলমিল ছায়,
ভোরের বেলায় মিষ্টি স্বাদ,
খেজুর রসের কি আস্বাদ।
পিঠে, পায়েস, পাটিসাপটা,
শীতের রান্নায় মায়ের গন্ধ,
খেজুর গুড়ের পায়েস পিঠে,
তার আনন্দ বড়োই মিঠে ।
সন্ধ্যে হলেই লেপের তলায়,
রাত হলে সব আগুন পোহায়,
শীতের রাতে তারার মেলা,
চাঁদনী আলোয় ঘুমিয়ে পড়া।