top of page
Writer's pictureSadhguru

শরতের রূপ - অবধূত


শরতের রূপ


শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা,

শিউলি ফুলের গন্ধে ভরে উঠেছে বেলা।

ধানের ক্ষেত্রগুলো সোনালি রঙে সাজে,

চোখে খুশি, হৃদয় তে তার বাদ্যি বাজে।


কাশফুলের সাদা রূপ, নদীর কূল ভরে,

শান্ত নদীর বুকে ঢেউ, আলতো ছোঁয়ায় মরে।

শরতের এই স্নিগ্ধ হাওয়া, মনকে করে শান্ত,

প্রকৃতির এই মধুর রূপে, জাগে নতুন আনন্দ।


পাখিরা গাইছে গান, সুরের মিষ্টি ধারা,

শরতের এই সোনালি সময়, বাড়ে আনন্দ আর উত্তেজনার পারা  ।

দূর আকাশে উড়ে বেড়ায়, মুক্ত পাখির দল,

শরতের এই রূপময়ী, প্রকৃতির অবিরল।


মেঘের ফাঁকে চাঁদ উঠে, পথে ছড়ায় আলো,

গ্রামের পথে হাঁটতে তখন লাগে বড্ড ভালো। 

এই ঋতুতে প্রাণ জাগে, নতুন আশার রেশ,

শরতের এই অনন্য রূপ, হৃদয়ে থাকে বেশ।




Share this Page

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Thanks for submitting!

bottom of page