পদ -২
- Sadhguru
- Apr 26, 2024
- 1 min read
Updated: May 13, 2024
অবধূত ছোট বেলা থেকে সাধন জীবনে যে পদ লিখেছেন তার কিছু কিছু অংশ দেওয়া হলো।পরবর্তীতে সেই সব পদ তার অনেক শিষ্য সাধনায় তারই তৈরী পদ পেয়েছেন। মোট পদের সংখ্যা প্রায় ৮০০০। সাধনে পদ পাওয়া যায়। বাংলার সাধক কবিরাও সাধনায় পদ পান। কেউ এসব তাদের মন থেকে লেখেননি। এর মধ্যেই ঢুকে থাকে গুপ্ত জ্ঞান।

শম্ভূ শক্তি শাম্ভবী।
তৃতীয় নেত্রে উন্মুক্ত শক্তি।।
শাম্ভবী উর্জাতে আদিশক্তি।
শম্ভূর হৃদয় দেশের উর্জাশক্তি।।
শম্ভূর বৈরাগ্যে ধূমাবতী আগত।
শাম্ভবী শক্তিতে তাই জাগরিত।।
তৃতীয় নেত্রে শাম্ভবীর অবস্থান ।
শম্ভূর শক্তির নিত্য জয়গান। ।
বীথি কন্যার জন্য অপেক্ষার অন্ত।
ম ন ষ র রূপ অনন্ত।।

