top of page

পদ -১

Updated: May 13, 2024

অবধূত ছোট বেলা থেকে সাধন জীবনে যে পদ লিখেছেন তার কিছু কিছু অংশ দেওয়া হলো পরবর্তীতে সেই সব পদ তার অনেক শিষ্য সাধনায় তারই তৈরী পদ পেয়েছেন।  মোট পদের সংখ্যা প্রায় ৮০০০ সাধনে পদ পাওয়া যায়। বাংলার সাধক কবিরাও সাধনায় পদ পান।  কেউ এসব তাদের মন থেকে লেখেননি। এর মধ্যেই ঢুকে থাকে গুপ্ত জ্ঞান। 




নাভিপদ্ম থেকে আসবে কানাই। 

হ ল ক্ষ চিনে রেখো ভাই।।

ম ন ষ আসবে তারপর। 

উত্তরণ হবে এ জীবন।। 



খনন কর্ষণ স্বাধ্যায় ।   

অধ্যায়ের পর অধ্যায় ।। 

হাতে নিয়ে তিন রত্ন।

তোমার হবে পঞ্চরত্ন।। 



যত করবে চালাকি। 

পরে বুঝবে জ্বালা কি!

বিধির বিধান এমনতর। 

হাজার চেষ্টায় খন্ড তর।।



Subscribe to our newsletter • Don’t miss out!

Meditate at the beach

Share this Page

bottom of page