সব সাধন পথের ধারাই এই আমি কে জানার জন্য।
- Sadhguru
- Apr 21, 2024
- 1 min read
Aবং এই বিভাগে সব কিছুই অবধূতের নানা লেখার টুকরো টুকরো অংশ থেকে নেওয়া

বলছ আমার শরীর, তাহলে শরীর তুমি নও। তখন কি একবারও ভাবছো এই আমিটা কে? বলছ আমার মন, তাহলে মন তুমি নও, তাহলে এই আমিটা কে? একবারও কি ভেবেছো? নিজেরাই বলছো সর্বদা আমার শরীর, আমার মন, আমার হাত, আমার বুদ্ধি। সব সাধন পথের ধারাই এই আমি কে জানার জন্য।
