বৃষ্টির ছোঁয়া
বৃষ্টি নামে আকাশ থেকে,
স্মৃতি মাখা ছোঁয়া,
সবুজ ঘাসে মাটির ঘ্রাণে
ভেজে হৃদয়, মধুর প্রাণে।
পাতার মাঝে জলকণা,
মৃদু হাসির রেশ,
ধীরে ধীরে নেমে আসে
নিজের খোঁজে বেশ।
আলোর সাথে মেঘের খেলা,
নদীর ঢেউয়ের গান,
প্রকৃতির এই মায়া ভরা
সুখের অনুপ্রাণ।
ছোট্ট ছাদে বৃষ্টি বাজে,
ছন্দময় সে সুর,
কবির মনের খাতা জুড়ে
ওড়ে সে বহুদূর।
বৃষ্টির ফোঁটা, মনের কথা,
ভেজা মাঠের গান,
এই ঋতুতে প্রাণে জাগে
নতুন দিনের আহ্বান।