অবধূত ছোট বেলা থেকে সাধন জীবনে যে পদ লিখেছেন তার কিছু কিছু অংশ দেওয়া হলো।পরবর্তীতে সেই সব পদ তার অনেক শিষ্য সাধনায় তারই তৈরী পদ পেয়েছেন। মোট পদের সংখ্যা প্রায় ৮০০০। সাধনে পদ পাওয়া যায়। বাংলার সাধক কবিরাও সাধনায় পদ পান। কেউ এসব তাদের মন থেকে লেখেননি। এর মধ্যেই ঢুকে থাকে গুপ্ত জ্ঞান।
ধূম্র নয়নে ভাবের খেলায়।
আদিশক্তি মাতে জাগতিক লীলায়।।
স্থিত প্রজ্ঞায় হয় মোক্ষের সাধন।
ধর্ম, অর্থ, কামের পরেই হয় মোক্ষের সাধন।।
প্রলয় শক্তি রূপিণী বামই ধূমা।
নিরন্তর সাধনে তিনিই রমা।।
শুদ্ধ স্বত্বায় ধূমাবতী তত্ত্ব।
জাগরিত অনাহতের গোপন তথ্য।।